নিউটাউনের বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে শুরু হল বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। দু’দিন ধরে চলবে সম্মেলন। প্রথম দিনে সম্মেলনের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিল নক্ষত্র সমাবেশ। রিলায়েন্স গ্রুপের কর্নধার মুকেশ আম্বানি সহ দেশের বড় বড় শিল্পপতিরা যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। তাঁদের সামনে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় তাঁদের বিনিয়োগ করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার শিল্প পরিকাঠামো প্রস্তুত। ল্যান্ডব্যঙ্ক গড়া হয়েছে। কল্যাণী থেকে ডানকুনি শিল্প করিডর তৈরী করা হয়েছে। জঙ্গল সুন্দরী শিল্পতালুক গড়া হয়েছে। বাঁকুড়া পুরুলিয়া য় পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বাংলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ার মতন একাধিক সেক্টর রয়েছে। পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ করার আবেদন জানান মমতা।
বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।এতদিন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শারুখ খান। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নানান ব্যস্ততার কারণে শারুখ খান সময় দিতে পারছেন না। বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছিল অভিনেতা দেবকে। তবে এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বাংলার নতুন ব্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলি।