রাজ্য সরকার টোটো ও ই-রিকশ এই দুটি যানের গতিবিধি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো-বা ই-রিকশা বিক্রি করলে সেই ডিলারকে কালো তালিকভুক্ত করা হবে বলে পরিবহন দফতর জানিয়েছে।দফতর সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছরে প্রশাসনের নজর এড়িয়ে
রাজ্যজুড়ে কয়েক লক্ষ টোটো বিক্রি হয়েছে। যা নিয়ন্ত্রণে আনতে গিয়ে এখন প্রশাসনকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে । তাই সিদ্ধান্ত নেওয়া হযেছে, বে-আইনিভাবে টোটো এবং ই-রিকশা বিক্রি রুখতে এবার তার ডিলারদের তলব করা হবেI চলতি সপ্তাহেই রাজ্যের প্রায় শ’দেড়েক ডিলারকে ডেকে পাঠানো হবে। সেখানেই তাঁদের সাফ জানিয়ে দেওয়া হবে যে, আগামিদিনে তাঁরা যদি কাউকে রেজিস্ট্রেশন নম্বর ছাড়া টোটো-বা ই-রিকশা বিক্রি করেন সেক্ষেত্রে তাঁদের রাজ্য প্রশাসনের তরফে তাদের কালো তালিকভুক্ত করা হবে। একই সঙ্গে রাজ্যের পরিবহণ দফতরের তরফ থেকে প্রত্যেকটি পুরসভায় চিঠি পাঠানো হচ্ছে । সেই সংশ্লিষ্ট পুর এলাকায কত সংখ্য়ক টোটো চলে, তার তালিকা তৈরি করে পুজোর মধ্যে পরিবহণ দফতরে জমা দিতে চিঠিতে নির্দেশ দেওয়া হচ্ছে । একই সঙ্গে প্রতিটি শহর ও গ্রাম এলাকায় টোটোর নির্দিষ্ট রুট ঠিক করে দিতেও পুরসভা কর্তৃপক্ষ, পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ।