প্রায় আট ফুট লম্বা একটি ঘুড়ি। ওড়াতে লাগবে ১০ জন।বিশ্বকর্মা পুজোর আগের দিন বাগুইহাটি শাস্ত্রী বাগানের পুজোয় উড়ানো হল এই প্রকাণ্ড ঘুড়ি ।পুজো আসছে এই বার্তা জানিয়ে দিল পুজোর উদ্যোক্তারা। ঘুড়ি ওড়ানো ছোট বড় সবার কাছে একটা আনন্দের জিনিস তাই ঘুড়ি হল মুক্তির পথিক। আকাশ হল একটি জগৎ , সেখানে ঘুড়ি উড়ানো সবার কাছে আনন্দের ব্যাপার। আকাশের এই মুক্তির পথিক হলো ঘুড়ি । স্কাই ইজ দ্যা লিমিট এটাই হল শাস্ত্রী বাগান দুর্গাপুজো কমিটির কথা। ৪০ তম বর্ষে পদার্পণ করল এবারের পুজো। থিম হল সাধনা। বর্তমানে মানুষজন শুধুমাত্র অর্থ রোজগারের দিকেই ছুটে চলেছে। কাজটা ভালবেসে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা এবং সেই আনন্দটা পেতে ভুলে যাচ্ছে মানুষ। এই পুজোর থিমে বলা হয়েছে নিজের কাজটাকে ভালোবেসে নতুন কিছু সৃষ্টি পথে চলার। ক্লাব উদ্যোক্তাদের এই ভাবনায় সামিল হয়েছিলেন এলাকার মানুষজন। বিশ্বকর্মা পূজার আগের দিন জমজমাট হয়েছিল পুজোর এই ভাবনা নিয়ে। পুতুলদের আশা তাদের এই ভাবনা আগামী পুজোর দিনগুলিতে এক মনোরম পরিবেশ তৈরি করবে।