Wiki Kolkata মেঘ-বৃষ্টি মোবাইল ফটোগ্রাফি কনটেষ্ট
ডিভাইস – শুধুমাত্র মোবাইল ক্যামেরা
কনটেস্টের ধরন – আলোকচিত্র
সর্বোচ্চ ৩ টি ছবি পাঠানো যাবে
অংশগ্রহনের শেষ সময়: ১৫ অগাস্ট ২০২৩
ফলাফলের তারিখ: ২১ অগাস্ট ২০২৩
বর্ষার মেঘলা আকাশ ও বৃষ্টি বিষয়ক যে কোনো ছবি পাঠানো যাবে , ছবি পাঠাতে হবে হোয়াটস্যাপ নম্বর : 9475336606
বিষয়ঃ আপনার দৃষ্টিতে বৃষ্টির যে কোনো রূপ। এছাড়াও আপনি যা মাথায় রাখতে পারেন- মেঘলা আকাশ, অঝোর-হালকা বৃষ্টি, ছাতা নিয়ে হাটা, বৃষ্টিতে ভেজা, বৃষ্টিতে হাত ভেজানো, পথের বৃষ্টি, বৃষ্টি দেখা, বৃষ্টির ফোটা, শহর-গ্রাম-নদীতে বৃষ্টি, বৃষ্টিতে প্রকৃতি, বজ্রপাত, বৃষ্টিতে খেলা, বৃষ্টির সমস্যা/ক্ষতি/জলজট ইত্যাদি।
বাছাই করা সেরা ১১ টি ছবি পাবে WIKI Kolkata – পক্ষ থেকে বিশেষ পুরুস্কার ও সার্টিফিকেট
বিঃদ্রঃ Wiki Kolkata এই কনটেষ্টে প্রদত্ত যে কোনো ছবি বাতিল করার অধিকার রাখে । অনলাইন থেকে কপি করা ছবি বাতিল করা হবে।
