WIKI KOLKATA

আধঘন্টায় ‘Problem Solved’

7.46K খবরে কলকাতা 2 years ago

আজ সকাল নটা নাগাদ বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের কাছে খবর আসে, মেটিয়াব্রুজ-হাওড়া রুটের একটি মিনিবাসে জরুরি কাগজপত্র এবং অন্যান্য জিনিস সমেত একটি ব্যাগ ফেলে খিদিরপুর মোড়ে নেমে গিয়েছেন কোনও যাত্রী। খবর যায় মেটিয়াব্রুজ ট্রাফিক গার্ডের কনস্টেবল মহঃ গৌসর আদম শেখের কাছে, যিনি তখন গার্ডেন রিচ রোড এবং আক্রা রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে।

৯.২০ নাগাদ মিনিবাসটি সেখানে পৌঁছলে সেটিকে থামিয়ে ভেতর থেকে ব্যাগ উদ্ধার করেন গৌসর, এবং জানিয়ে দেন বিদ্যাসাগর ট্রাফিক গার্ডকে। মিনিট ১৫ পরেই তাঁর কাছে এসে উপস্থিত হন দুই ব্যক্তি, এবং জানান তাঁরা মার্চেন্ট নেভির কর্মী, কলকাতায় এসেছেন একটি ইন্টারভিউ দিতে। ভুলবশত বাসে ব্যাগ ফেলে নেমে গিয়েছিলেন। পরিচয় নিশ্চিত করে তাঁদের হাতে ব্যাগ ফিরিয়ে দেওয়া হয় মেটিয়াব্রুজ ট্রাফিক গার্ডের সার্জেন্ট মানস চক্রবর্তীর উপস্থিতিতে। এত দ্রুত সমস্যার সমাধান হয়ে যাওয়ায় কলকাতা পুলিশের প্রতি প্রভূত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তাঁরা।

তথ্য ও ছবি সৌজন্য : কলকাতা পুলিশ

Latest Update