মাত্র তিন মাসে টিকিট বিক্রি করে ২৫ কোটিরও বেশি টাকা আয়,পয়লা ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে একটি সিটও খালি ছিল না! রেল সূত্রে তেমনই খবর পাওয়া গেছে।
মাত্র ৮ ঘণ্টার কম সময়েও হাওড়া থেকে এনজেপি! বাংলায় চালু হয়ে গিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ২০২২ সালের ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রথমদিনেই সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছিল। রেল সূত্রে খবর, দার্জিলিং কিংবা ডুয়ার্সে ঘুরতে গেলে, এখন পর্যটকদের প্রথম পছন্দ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই অত্যাধুনিক এই ট্রেনে ট্রিপের সংখ্যা ছিল ৭৬ এবং প্রতিবারই সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছিল।
এবার হাওড়া থেকে পুরী। রেল সূত্রে খবর, ট্রায়াল রান শেষ। জেনে রাখা দরকার আগামী ১৮ মে ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।