WIKI KOLKATA

নববর্ষের প্রাক্কালে শুরু হলগড়িয়া বোড়ালে বৈশাখী মেলা

9.85K ইভেন্ট 2 years ago

বাংলা নববর্ষ বাঙালি মনে হিন্দোল জাগায়। নতুন প্রাণের সঞ্চার হয়। নতুন আঙ্গিকে পথ চলার শুভারম্ভ। নববর্ষের প্রাক্কালে বাঙালি মননে সেই পথ চলাকে আরও সুন্দর করে তুলতে এবার অনলাইন থেকে অফলাইনে এল ক্যালকাটা ফ্যাশন হাব। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই সংস্থা আয়োজন করেছে বৈশাখী মেলার। শুক্রবার এই মেলার উদ্বোধন হল টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ অঙ্কিতা ব্রহ্মের হাত দিয়ে। নববর্ষের প্রাক্কালে এই মেলা ঘিরে উৎসাহ উন্মাদনা প্রথম দিন থেকেই। উদ্যোক্তাদের আশা তাদের এই উদ্যোগ বাংলা নববর্ষকে নতুন রূপে রসে ভরিয়ে তুলবে।


গড়িয়ার বোড়ালে শুরু হয়েছে এই বৈশাখী মেলা। গড়িয়া কিশোর সমিতি ক্লাবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে। মহিলাদের অনলাইন টিম এবার অফলাইনে পছন্দের সম্ভার নিয়ে হাজির হয়েছে। হাতের সূক্ষ্ম ও সুনিপুণ কাজের মন মাতানো পোশাক নজর কেড়েছে এই মেলায়। এছাড়াও আছে অন্যান্য সামগ্রী। আয়োজক সংস্থা ক্যালকাটা ফ্যাশন হাব -র অন্যতম নেত্রী সুজাতা নাইয়া বলেন, পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলা নববর্ষের পোশাক ও অন্যান্য পছন্দের সামগ্রী কেনাকাটার অন্যতম সেরা জায়গা এই অফলাইন প্রদর্শনী। মেলার সূচনা করেন টিভি সিরিয়ালের অন্যতম অভিনেত্রী অঙ্কিতা ব্রহ্ম।

Latest Update