WIKI KOLKATA

কোলকাতাতে “এপিসি ক্লিনিকের” উদ্যোগে ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প

5.56K খবরে কলকাতা 2 years ago

“এপিসি”-র উদ্যোগে বিশেষ গৃহপালিত পশু ও পথ পশুদের চিকিৎসা ও ফ্রী ভ্যাকসিনেশন ক্যাম্প ব্যবস্থা করা হল দক্ষিণ কলকাতার পাটুলি অঞ্চলে। এপিসি ক্লিনিকের কর্ণধার এবং পশু চিকিৎসক ডা: অপরাজিতা রায় জানালেন বাড়িতে পশু রাখলেই হবে না তাকে সঠিক যত্ন করে সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং পথ কুকুরদের স্নেহ- যত্ন নিতে হবে । “ফার এন্ড কেয়ার”-এর কর্ণধার শ্রেয়া গুহ এবং চিরতোষ রায় জানালেন প্রতিদিন প্রায় ৫০ টি পশুর চিকিৎসার ব্যবস্থা থাকলেও এই বিশেষ দিনে ফ্রী ভ্যাকসিনের ব্যবস্থা করা হল। এদিন ৩২টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন কলকাতার ১১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা স্বরাজ কুমার মন্ডল । তাঁর উদ্যোগে আগামী দিনে এক বিশেষ ভ্যাকসিন ও ক্লিনিক্যাল পরিষেবার কথা ঘোষণা করা হয় এই ক্লিনিকের সহযোগিতায়।

Latest Update