WIKI KOLKATA

৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে

5.58K খবরে কলকাতা 2 years ago

আগামী ৩০-শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। ঐ দিন দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মেলার উদ্বোধন করবেন। গতকাল দুপুরে বইমেলার আয়োজক সংগঠন পাবলিসার্স এন্ড বুকসেলার্স গিল্ড এর সদস্য ও বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ পুলিশ আধিকারিকরা বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

Latest Update