নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্ম বার্ষিকী দেশ জুড়ে পরাক্রম দিবস হিসাবে পালিত হচ্ছে। এরাজ্যের মানুষ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ নায়ককে স্মরণ করবেন এবং শ্রদ্ধা জানাবেন। নেতাজি জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হবে ময়দানে নেতাজী মূর্তির পাদদেশে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে নেতাজি মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তরফে নেতাজী মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এলগিন রোডের নেতাজি ভবনে নেতাজি রিসার্চ ব্যুরোর উদ্যোগে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মবার্ষিকী পালিত হবে। আই এন এ পরিবারের সদস্যরাও সেখানে অংশ নেবেন। সাম্য এবং ঐক্য: আজাদ হিন্দ বাহিনীর পুরুষ ও মহিলা সেনানীরা- শীর্ষক একটি অডিও ভিজ্যুয়াল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মহাজাতি সদনের অছি পরিষদ নেতাজি স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক উন্নয়নে নেতাজির দৃষ্টিভঙ্গি শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার। রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।