প্রতিবছরের মতো এবারও সল্টলেক সেন্ট্রাল পার্কে ‘বিধাননগর মেলা-উৎসব ২০২২-২৩ এর আয়োজন করা হয়েছে। বিধাননগর পৌর নিগমের উদ্যোগে এই বিধাননগর মেলা। আজ বিধাননগর মেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের পুর-নগরোন্নয়ন ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর মেয়র কৃষ্ণা চক্রবর্তী,দমকল মন্ত্রী সুজিত বোস,মন্ত্রী শশী পাঁজা, অরূপ বিশ্বাস,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,ইন্দ্রনীল সেন,রথীন ঘোষ,পার্থ ভৌমিক,নির্মল ঘোষ, বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা,শোভনদের চট্টোপাধ্যায়,জ্যোতিপ্ৰিয় মল্লিক, মন্ত্রী তাপস রায় সহ বিশিষ্টজনেরা। ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। এবার বিধাননগর মেলায় ২৬০ টি স্টল,১৮টি প্যাভিলিয়ন, ৩৬ টি কিয়স্ক করা হয়েছে।