মিনহাজ উদ্দীন, ঢাকা, বাংলাদেশ : দিন তারিখ ঠিক মনে নেই। তবে কলকাতা ওয়ার্ডক্যাম্প হবে এটা জানতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গতবার পেমেন্ট ঝামেলায় টিকেট নিতে পারি না। অবশ্যই কপালটা আমার ভালোই মনে হলো করোনার জন্য ওয়ার্ডক্যাম্প আর হলো না। সেই করোনাকালিন সময় থেকে এখন 2022 সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় ছিলাম। কখন কলকাতা ওয়ার্ডক্যাম্প হবে! আর আমি অপেক্ষায় ছিলাম ঘাপুস করে টিকেট নিয়ে ফেলবো। কারণ ওয়ার্ডক্যাম্প আমার প্রিয় একটা জায়গা। আর সেটা যদি হয় পার্শবর্তী প্রিয় কলকাতায়। কারণ গত আগস্ট মাসে আমি কলকাতায় গিয়েছিলেন। সেখানকের কালচার সবকিছু মনে হয়েছে আমি যেন বাংলাদেশেই আছি। WordCamp নিয়ে আমি অনেক এক্সসাইটেড। কারণ সেখানে দেখা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ওয়েবগুরুদের সাথে। নিজেকে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ হাতছাড়া করতে চাইনা। তাই যখন টিকেট অপেন করা হলো তাৎক্ষনিক টিকেট নিয়ে নিলাম। টিকেট নিতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। অবশেষে আমার অস্ট্রেলিয়ার এক বায়ারের মাধ্যমে পেমেন্ট করলাম। এটেন্ডেন্সে( Attendees) নিজের ছবি দেখে এতটাই খুশি হয়েছি যে মনে হলো দীর্ঘদিন পর প্রিয়তমাকে কাছে পেয়েছি। WordCamp আমার কাছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। ইভেন্ট থেকে যেমন নতুন কিছু শিখবো তেমনি নতুন শহরে নতুন মানুষ নতুন পরিবেশ সবকিছু মিলিয়ে আমার জীবনের সেরা একটি মুহূর্ত অপেক্ষা করছে। বিশেষ করে কয়েকজন টেকগুরুকে সরাসরি দেখবো। এই ইভেন্ট থেকে প্রাপ্ত জ্ঞান আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা করি। WordCamp ইভেন্টের পর কলকাতায় স্ট্রিট ফুট খেতে ভুলবো না। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কলকাতার স্ট্রিট ফুট দারুণ সুস্বাধু।