পাড়া ফুটবল, পোশাকি নাম ‘ফ্রেন্ডশিপ কাপ’। আজ থেকে প্রায় ৩০ বছর আগে ১৯৯৭ সালে কলকাতার বিভিন্ন পাড়া ফুটবল টিম নিয়ে আমরা শুরু করি এই প্রতিযোগিতা, এবং ২০০৭ সালে ৫১৮টি দল ও ৭,৭৭০ জন খেলোয়াড়ের অংশগ্রহণের কল্যাণে ‘লিমকা বুক অফ রেকর্ডস’-এ স্থান পায় আমাদের এই প্রতিযোগিতা।
চলতি বছরের ৫ নভেম্বর কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ ২০২২-এর উদ্বোধন হয়। এটি কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইংয়ের উদ্যোগ। এ বছর অংশ নেয় ৪০৬টি ক্লাব। আজ আলিপুর বডিগার্ড লাইনে অনুষ্ঠিত হল টুর্নামেন্টের ফাইনাল এবং সমাপ্তি অনুষ্ঠান। এ বছরের ফাইনাল খেলে ‘এগিয়ে ৯৫’ (গল্ফগ্রিন থানা) ও ‘উদয়ন সংঘ’ (গড়ফা থানা) ক্লাব। বিজয়ী দল ‘এগিয়ে ৯৫’ ক্লাবের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও ৫০ হাজার টাকা, এবং রানার্স-আপ টিম ‘উদয়ন সংঘ’ ক্লাবকে দেওয়া হয় ট্রফি ও ৪০ হাজার টাকা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট অরুনাংশু গুপ্ত ও ম্যান অফ দ্য ম্যাচ শুভ্রায়ন দাসের হাতে তুলে দেওয়া হয় যথাক্রমে ১০ হাজার ও ৮ হাজার টাকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিক গেমসে পুরুষদের ১০-মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা। উপস্থিত ছিলেন মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল সহ উচ্চপদস্থ আধিকারিকগণ। রইল আজকের অনুষ্ঠানের কিছু ছবি ।
তথ্য সৌজন্য: কলকাতা পুলিশ