WIKI KOLKATA

‘উৎসর্গ’, কলকাতা পুলিশের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ

4.22K খবরে কলকাতা 2 years ago

‘উৎসর্গ’, কলকাতা পুলিশের স্বেচ্ছায় রক্তদানের উদ্যোগ। আজ মেটিয়াব্রুজ ট্রাফিক গার্ডে রক্তদান শিবিরের আয়োজন করে কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং উইং। মোট ৭০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান কেন্দ্র পরিদর্শনে যান অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (১) শ্রী হারি কিশোর কুসুমকার আইপিএস, জয়েন্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) শ্রী পাণ্ডে সন্তোষ আইপিএস এবং ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক (সাউথ) শ্রী ওয়াই.এস.জগন্নাথরাও আইপিএস। তাঁরা সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Latest Update