যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল ISL র ম্যাচে এটিকে মোহনবাগান ১-০ গোলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন হুগো বুমোস। এটিকে মোহনবাগান সাত ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে। হায়দরাবাদ এফ সি, আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে অন্য ম্যাচে বেঙ্গালুরু এফসি ২-০ গোলে এফসি গোয়াকে পরাজিত করেছে। এদিকে আজ ইস্টবেঙ্গল, জামশেদপুর এফসি, র মুখোমুখি হবে। জামশেদপুরের JRD টাটা স্পোর্টস কমপ্লেক্স, এ খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ইস্টবেঙ্গল সাতটি খেলে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে।