WIKI KOLKATA

কলকাতা পুর এলাকাতেও জমি ও বাড়ির স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন

192 খবরে কলকাতা 2 years ago

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এবার কলকাতা পুর এলাকাতেও জমি ও বাড়ির স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এখন কলকাতায় বাড়ি বা ফ্ল‌্যাট কেনার সঙ্গে সঙ্গেই তার মিউটেশন হয়ে যাবে। এতদিন আলাদা করে পুরসভায় গিয়ে আবেদন জানাতে হত, তাতে হয়রানির শিকার হতেন বাড়ির মালিকরা।সম্প্রতি বিধানসভায় আইন সংশোধন করে সম্পত্তি রেজিস্ট্রেশনের সময়েই মিউটেশনের পরিষেবা চালুর কথা ঘোষণা করেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, অনেকেই পুরকর ফাঁকি দিতে জমি-বাড়ি রেজিস্ট্রির পর মিউটেশন করায় না। নতুন বিলের ফলে জমি রেজিস্ট্রি করলে সরাসরি তার মিউটেশন হয়ে যাবে। এতে নাগরিকদের হয়রানি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে । একইসঙ্গে ১৫ থেকে ৩০ দিনের মধ্যে অনলাইনে বাড়ির প্ল‌্যান অনুমোদনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে পুরমন্ত্রী জানিয়েছেন।

Latest Update