বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী ফের এটিকে মোহনবাগানের ডিরেক্টর পদে ফিরতে চলেছেন। ক্রিকেট প্রশাসন থেকে সরে আসার পর ফুটবল প্রশাসনে আবার তিনি যুক্ত হচ্ছেন। আজ বিকালে মোহনবাগান ক্লাবে এসে সৌরভ সাংবাদিকদের জানান তিনি ডিরেক্টর পদে ফিরবেন। তিনি বলেন মোহনবাগান ক্লাবের সঙ্গে তিনি দীর্ঘদিন যুক্ত রয়েছেন এবং ভবিষতেও থাকবেন। মোহনবাগানের নামের সঙ্গে এটিকে সংযুক্তি করণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সৌরভ বলেন বিষয়টি ক্লাব সচিবই ঠিক করবেন। এ বিষয়ে কোনরকম সাহায্যের প্রয়োজন হলে তিনি পাশে থাকার আশ্বাস দেন। আগামী শনিবার আইএসএলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মোহনবাগানের ডার্বি ম্যাচে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।