WIKI KOLKATA

সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি ?

226 খেলাধুলা 2 years ago

সৌরভ গাঙ্গুলি সিএবি সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা করবেন। গতকাল ইডেনে এসে তিনি নিজেই এ কথা জানান। বিসিসিআই এ তিন বছর সভাপতি পদে থাকার পর রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি পদে বসতে চলেছেন সৌরভ। আগামী 22শে অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।31শে অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারন সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

Latest Update