প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি সিএবি-র নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় তাঁর দাদা স্নেহাশিস গাঙ্গুলি সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।গতকালই ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। বিরোধী গোষ্ঠী কোন প্রার্থী না দেওয়ায় এবার সিএবি-তে নির্বাচন হচ্ছে না। সিএবি-র আসন্ন বার্ষিক সাধারণ সভায় শাসক গোষ্ঠীর পুরো প্যানেলকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হবে।সভাপতি পদে স্নেহাশিস গাঙ্গুলির পাশাপাশি সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস,সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস এবং কোষাধ্যক্ষ পদে প্রবীর চক্রবর্তী মনোনয়ন পেশ করেছেন।