WIKI KOLKATA

রেড রোডের পুলিশ মেমোরিয়ালে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস

122 খবরে কলকাতা 2 years ago

আজ রেড রোডের পুলিশ মেমোরিয়ালে পালিত হল পুলিশ শহিদ স্মৃতি দিবস। উপস্থিত ছিলেন নগরপাল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশকর্মীরা। শহীদ পুলিশকর্মীদের স্মরণে কলকাতা পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কলকাতা পুলিশের মাননীয় নগরপাল শ্রী বিনীত কুমার গোয়েল। এরপর সমস্ত র‍্যাঙ্ক থেকে একজন করে অফিসার পুষ্পস্তবক অর্পণ করেন। রইল সেই অনুষ্ঠানের কিছু ছবি।

Latest Update