WIKI KOLKATA

নির্দিষ্ট সীমার মধ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজী ব্যবহারের সময়সীমা

147 খবরে কলকাতা 2 years ago

রাজ্য সরকার, কালীপুজো ও দীপাবলিতে নিয়ম মেনে নির্দিষ্ট সীমার মধ্যে পরিবেশ বান্ধব সবুজ বাজী ব্যবহারের সময়সীমা বেঁধে দিয়েছে। আগামীকাল ও মঙ্গলবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এবং ছট পুজোয় সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত বাজি ব্যবহার করা যাবে বলে পশ্চিমবঙ্গ দূষন নিয়ন্ত্রন পর্ষদের তরফে জানানো হয়েছে। যে কোন ধরনের অভিযোগ জানানোর জন্য সোম ও মঙ্গলবার পর্ষদের কন্ট্রোল রুম চালু থাকবে। টোল ফ্রি নম্বর হল ১৮০০ ৩৪৫ ৩৩৯০ এবং ০৩৩ ২৩৩৫৩৯১৩।

Latest Update