Qs World University র্যাঙ্কিং-এ দেশের মধ্যে সামগ্রিকভাবে অষ্টম স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এই স্থান প্রথম। তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের ৭০০টি শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে ভারতের প্রতিষ্ঠান রয়েছে ১৫টি। সাসটেনেবিলিটি ফোকাসিং অন এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট’ ক্যাটাগরিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই সম্মান অত্যন্ত গর্বের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ। শিক্ষক, গবেষক, পড়ুয়া এবং কর্মীদের এজন্য অভিনন্দনও জানান তিনি।