কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এ মাসের ২৯ তারিখে। রবীন্দ্র সদনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ ও অভিনেত্রী জয়া আহসান সহ বিশিষ্ট জনেরাও থাকবেন । নন্দন ১,২ ও ৩ এই তিনটি প্রেক্ষাগৃহে সেদেশের ৩৭ টি ছবি প্রদর্শিত হবে। উৎসব চলবে দোসরা নভেম্বর পর্যন্ত। আজ কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক বৈঠকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের উপহাইকমিশনার আন্তালিব ইলিয়াস বলেন, বাংলাদেশের ভালো চলচ্চিত্র কলকাতার দর্শকদের কাছে তুলে ধরাই তাঁদের উদ্দেশ্য ।