বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরীর একটি ফেইসবুক পোস্ট ঘিরে কলকাতাতে সিনেমা প্রেমী মানুষের মধ্যে বয়ে চলেছে দুরন্ত গতির “হাওয়া” , কথা বলছি বাংলাদেশের বহু প্রশংসিত সিনেমা “হাওয়া” নিয়ে। যে সিনেমাটি দেখানো হবে , ৪ র্থ বাংলাদেশ চলচ্চিত্র উদ্সবে , যা শুরু হতে চলেছে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।
খবরটি সামনে আসার পর থেকেই কলকাতাতে চঞ্চল চৌধুরী ভক্তরা ফেসবুকের “লাইক – কমেন্ট -শেয়ার ” এর বন্যায় ভরিয়ে দিয়ে চলেছেন। অনেকেই জানতে চেয়েছেন কবে কখন সিনেমা টি দেখানো হবে ! নিচের “ছবিটি ” থেকে “হাওয়া”র তারিখ ও সময় জানতে পারবেন।
তবে টিকিট নিয়ে কোনো তথ্য না থাকায় একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে গুঞ্জন, মুভির টিকিট “ফ্রি” করা হতে পারে ! তবে টিকিট এর ব্যবস্থা হলে ভালো হতো, না হলে যারা দূর থেকে আসবেন সিনেমাটি দেখতে তারা যদি টিকেট না পান, তাহলে বিশৃক্ষলা হতে পারে। যে বিষয়টির উপর কতৃপক্ষের নজর রাখা দরকার।